IELTS Test ছাড়া ১০দিনে ফ্রি অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা

অস্ট্রেলিয়া দিচ্ছে চার বছরের ফ্রি ওয়ার্ক ভিসা, আরো দিচ্ছে টুরিস্ট ভিসা অস্ট্রেলিয়ায় এসে ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তনের নতুন সুযোগ। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার জব অপরচুনিটি রয়েছে। এসব জবে প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা মাসিক বা তারও বেশি। 

Australia work permit VISA

এই আর্টিকলে আপনাদেরকে আমি পাঁচটি স্কিমস দেখাবো যার মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়াতে আসতে পারবেন. এসব সাইটে আপনি যদি প্রতিনিয়ত চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার জন্য এখানে খুব ভালো job opportunity রয়েছে, এসব ওয়েবসাইট এর মাধ্যমে আপনার কোনো ইংলিশ test বা ভাষাগত দক্ষতার প্রয়োজন নেই।


Agency ছাড়া আপনারা সরাসরি নিজে apply করে visa পেতে পারেন. আরেকটি বড় সুযোগ হচ্ছে tourist visa কে convert করে work visa 'য় আপনি অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবেন।

এই ভিসায় আসতে আপনার খরছ হবে সর্বনিম্ন seventy US dollar. আপনি যদি এই টাকাটাকে বাংলায় convert করেন তাহলে হবে সাত হাজার চারশো টাকা. এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সঙ্গে আরো শেয়ার করবো. আপনারা কিভাবে আপনাদের পজিশন অনুযায়ী job গুলো খুঁজে বের করবেন। জব apply করতে আপনার কি কি documents প্রয়োজন?

ইউরোপ স্টাইলে সিভি এবং কাবালেটর তৈরি করা সঠিক ফর্মেট, আবেদন করার পরে কিভাবে আপনি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে রিপ্লাই পেতে পারেন। তো এ সকল বিষয় নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো. তো পুরো প্রসেস জানতে অনুরোধ করবো অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে।

যদি সম্পুর্ন আর্টিকেল টি পড়লে তাহলে আশা করি আপনারা যে কোনো position বা যে কোনো visa অস্ট্রেলিয়া খুব সহজে যেতে পারবেন। এবং কিভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবেন সম্পুর্ন জানতে পারবেন।

আপনি কেন অস্ট্রেলিয়াতে আসবেন

সবচেয়ে বড় যে advantage তা হচ্ছে এখানে জবের criteria খুবই কম, আর opportunity অনেক বেশি। আপনাকে যে স্যালারি দেওয়া হবে তিন হাজার ডলার থেকে দশ হাজার ডলারের মতো প্রতিমাসে।

আপনাকে কোন ইংলিশ টেস্ট দিতে হবে না? বেশিরভাগ কোম্পানি আপনাকে খাওয়া, এয়ার টিকেট এবং কোম্পানি থেকে থাকার জায়গা দেবে। 

অস্ট্রেলিয়ার আরেকটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দুই বছরের মধ্যে আপনি PR ( Permanent Resident ) এর জন্য আবেদন করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার family সহ অস্ট্রেলিয়ায় move করতে পারবেন। ফ্রি তে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে হেলথ ইন্সুরেন্স করে দিবে. ফ্রি তে আপনি আপনার বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারবেন।

অস্ট্রেলিয়াতে জবের জন্য আলাদা আলাদা সাবক্লাস রয়েছে, তো অস্ট্রেলিয়াতে চার বছরের ফ্রি ওয়ার্ক ভিসা পাওয়া যায়। আপনি যদি tourist visa এ যেতে চান তার সব ক্লাস হচ্ছে six hundred. আরো দুটি different soft class রয়েছে।

এর মাধ্যমে বেশিরভাগ work visa হয়ে থাকে, Temporary visa র সব ক্লাস হচ্ছে সাবক্লাস four fifty seven. সব ক্লাস four eighty nine এই ভিসা চার বছর মেয়াদী হয়ে থাকে। 

স্কিল রিজিওনাল ভিসার আরেকটি সুবিধা রয়েছে. সেটা হচ্ছে আপনার ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হলে আপনি PR এর জন্য আবেদন করতে পারবেন। অনেক জনপ্রিয় একটি ভিসা হচ্ছে সাব ক্লাস four eighty-two, এটি হচ্ছে temporary skill shortage visa

অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা পেতে কি কি প্রয়োজন

এখন জানবো এবিষয়ে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি? এ বিষয়ের জন্য সর্বপ্রথম আপনার 

১/ একটি পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ হতে হবে ছয় মাসের উর্ধে। 

২/এরপর হচ্ছে আপনার পুলিশ clearance certificate এর প্রয়োজন হবে.

৩/ প্রথমত job এ apply করার জন্য আপনার কোনো প্রকার visa cost অথবা passport অথবা কোনো documents এর প্রয়োজন নেই

৪/ আর থাকতে হবে শুধুমাত্র একটি international CV and cover letter form এ . 

তো CV এবং cover letter যদি আপনার perfect format এ তৈরি না হয় তাহলে কিন্তু কখনোই এইসব জব এপ্লাই করে আপনি কোন কোম্পানি থেকে রিপ্লাই পাবেন না। তো এই আর্টিকেলের মধ্যে  আমি আপনাদেরকে CV এবং Cover Letter Format এর লিঙ্ক দিয়ে দিবো।

সেই লিংকে দেয়া CV এবং Cover Letter দেখে আপনারা হুবহু তৈরী করে নিতে পারবেন।

Reed More>> Europass CV Format

কোথায় এপ্লাই করবেন

অ্যাপ্লাই করার জন্য আপনাকে চারটি জনপ্রিয় ওয়েবসাইট দেবো। 
আবেদন লিংক: -
  1. seek.com.au
  2. au.jora.com 
  3. LinkedIn.com 
  4. Indeed.com

এই সাইট গুলো অস্ট্রেলিয়ার সরকার অনুমোদিত, এখানে আপনি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে মিল রেখে যেকোন চাকরি খুঁজে নিয়ে নিজে সরাসরি আবেদন করতে পারবেন। 

Job খুঁজে আবেদন করার নিয়ম

তো আপনি প্রথমে লিষ্টের যেকোন একটি ওয়েবসাইট এ চলেজান, দেখেন যেখানে লেখা রয়েছে Work . অর্থাৎ এখানে হচ্ছে আপনার জব পজিশন. আপনি যেকোনো পজিশন অনুযায়ী সার্চ করতে পারেন. তো এখানে আমি লিখলাম সেলস. আর স্থানের জায়গায় আপনি হচ্ছে অল সিলেক্ট করে দিবেন।

এরপর সেটিতে ক্লিক করে এখানে সার্চ করবেন. তো আপনি যদি সেলস রিলেটেড কাজ করতে চান তাহলে এ ধরনের জব গুলি খুঁজে অ্যাপ্লাই করতে পারেন।

আপনি যদি ফ্যাক্টরি জব করতে চান তাহলে ফ্যাক্টরি জব লিখে সার্চ করলেই ফ্যাক্টরি জব গুলো আপনার সামনে সো করবে। অথবা আপনি যদি কোন ইঞ্জিনিয়ার হন টেকনিশিয়ান হন ড্রাইভার হন সেক্ষেত্রে, ভিন্ন ভিন্ন জব ক্যাটাগরি রয়েছে সেগুলো থেকে আপনার যেটা প্রয়োজন বা জেটার জন্য  আপনি যোগ্য সেটাতে এপ্লাই করতে পারেন।

জবের জন্য এপ্লাই করার পূর্বে অবশ্যই জবের সম্পূর্ণ ডিটেইলস পড়ে নিবেন। কোন জব এর জন্য কোন ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেই গুলো থাকতে হবে। অভিজ্ঞতার সনদ থাকতে হবে, 

যেই জবের জন্য এপ্লাই করবেন সেই জব ডিটেইলসে আবেদন করার ইমেইল এড্রেস দেয়া থাকবে সেই ইমেইল এড্রেসে  ইউরোপিয়ান স্টাইলে CV এবং Cover Letter মেইল করে দিবেন। 

যখনই কোম্পানি আপনার মেইলটি পাবে, কোম্পানি আপনার সকল তথ্য যাচাই-বাছাই করে আপনাকে ফিরতি একটি ইমেইল পাঠাবে। এবং আপনাকে সিলেক্ট করা হলে মেইলের মাধ্যমে তা পরবর্তীতে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং ইন্টারভিউর প্রয়োজন হলে ইন্টারভিউ নেবে। 

সবকিছু সম্পন্ন হওয়ার পরে আপনাকে একটি জব অফার লেটার দেয়া হবে, সেই জব অফার লেটার দিয়ে আপনি অস্ট্রেলিয়ান গভারমেন্ট ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করবে। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর, সরাসরি এম্বাসিতে যোগাযোগ করে আপনি সকল ডকুমেন্ট জমা দিয়ে সেখান থেকে ভিসা নিতে পারবেন। ভিসা হয়ে গেলে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। 

এই আর্টিকেলের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহীত। আরো কোন তথ্যের প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। 

9 Comments

Previous Next

نموذج الاتصال

This Template Designed By E10Script