ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

ফোন চার্জ দেওয়ার নিয়ম

স্মার্ট ফোনের ব্যাটারি চার্জ দেয়া নিয়ে আমাদের মনে বেশ কিছু ভুল ধারণা রয়েছে, প্রথমত আমরা ভাবি যে আমাদের স্মার্টফোনের বক্সের মধ্যে যে চার্জার এসেছে সেই চার্জার দিয়ে ফোন চার্জ করলেই সবথেকে ভালো হবে। দোকান থেকে যে কোন ভালো ব্র্যান্ডের ভালো চার্জার কিনে আনুন, সেই চার্জার যদি আপনার স্মার্টফোনকে সাপোর্ট করে তাহলেও আপনার ফোন ভালোভাবে চার্জ হবে। হ্যাঁ. তবে ফার্স্ট চার্জিং সাপোর্ট নাও করতে পারে।

{tocify} $title={Table of Contents}

আমরা ভাবি চার্জ করার আগে ব্যাটারি পুরোটা ড্রেন করে নেওয়া উচিত, কারোর কারুর ধারণা আছে ব্যাটারি পুরোটা ড্রেন না করা উচিত। এর কোনটাই সঠিক নয়। মনে রাখবেন ব্যাটারি তার যে কটা চার্জিং সাইকেল আছে সে সেই কটা সাইকেলই চার্জ নেবে।

আবার অনেকে যে ভাবেন একশো পার্সেন্ট চার্জ দেওয়া উচিত না, এটাও ভুল ধারণা। খেয়াল করে দেখবেন যে এইটটি পার্সেন্টের ওপর ফোন চার্জ হতে গেলে এটা স্লো হয়ে যায়। এর কারণ শেষ চার্জিং সাইকেল গুলো চার্জ হতে একটু সময় বেশিনেয়।

এর সাথে রিলেটেড একটা ধারণা অনেকের মধ্যে প্রচলিত আছে, যে সারারাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। সেটাও একেবারেই সঠিক নয়, কারণ আপনার ফোন যখনই বুঝবে যে ফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, সেটা অটোমেটিক কাট হয়ে যাবে।

ফোন সারারাত চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে এরকম হয়ে ফোনের ব্যাটারিকে ক্ষতি করে দেবে না, এটাও সঠিক নয়। তবে দুটো জিনিস মনে রাখবেন আমাদের স্মার্ট ফোনের ব্যাটারির জন্য সবথেকে ক্ষতিকর ব্যাপার হচ্ছে, ফোন টা গরম হয়ে যাওয়া। আর এই গরম হয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী আমাদের স্মার্ট ফোনের ব্যাক কভার।

ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়


ফোনের ব্যাটারি চার্জ

মোবাইল ফোন ব্যবহার করার সময় আমাদের শুরুতেই বলে দেওয়া হয় যে ফোন চার্জ দিতে দিতে ফোনে কথা বলবেন না, ফোন ফেটে যেতে পারে। না এটা একেবারেই ভুল ধারণা, ফোন এমন ভাবেই তৈরি হয় যে আপনি চার্জ দিতে দিতে হালকা কিছু কাজ করতেই পারেন।তবে হ্যা. ফোনের ব্যাটারির উপর আপনি খুব স্ট্রেস দিচ্ছে বা গেম প্লে করছেন তখন সমস্যা হতে পারে।

 দ্বিতীয়ত আমাদের ধারণা যে অনেক বড় ব্যাটারি মানে ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দেবে, এটাও একেবারে ভুল ধারণা। ব্যাটারি যত বড়ই হোক না কেন ফোনের অপটিমাইজেশন সেকশনের ওপর পুরো খেলাটা নির্ভর করছে। তাছাড়াও চার হাজার এমএইচ ব্যাটারি যদি দু ঘণ্টা ব্যাক আপ দেয়, আট হাজার এমএইচ ব্যাটারি কখনোই চার ঘন্টা ব্যাকআপ দেবে না। যেটা বড় জোর আড়াই থেকে তিন ঘণ্টা ব্যাক আপ দেবে। 

আমরা চিরকাল শুনে এসেছি পেট্রোল পাম্পে মোবাইল ব্যবহার করা উচিত নয়, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। কারণ যে ভয়টা পাওয়া হয় যে তীর তৈরির থেকে বা ছোটখাটো স্পার্ক থেকে পেট্রোল পাম্পে আগুন লেগে যেতে পারে. সেটা মোবাইল থেকে কখনোই হয়না।

হ্যাঁ বাইচান্স আপনার মোবাইল ফোনের ব্যাটারি ব্লাস্ট হলো পেট্রোল পাম্প তার জন্য উড়ে গেল এরকম দুর্ঘটনা ঘটতে পারে তবে তার সম্ভাবনা প্রায় নেই বল্লেই চলে।

ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম

স্মার্টফোন চার্জে দেওয়ার সঠিক সময় হলো, যখন ব্যাটারিতে ৫০ শতাংশ থেকে কম পরিমাণ চার্জ থাকবে। ৫০ শতাংশ কমে গেলে চার্জ দিতে হবে। মোবাইল ৯০-৯৫ শতাংশ থেকে বেশি চার্জ দেওয়া যাবে না। ৯০ শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে দিতে হবে।

এসব একেবারেই ভুল ধারনা এবং প্রচলিত কিছু কথা চাড়া কিছুই নয়। স্মার্ট ফোনে চার্জ দেয়া সঠিক নিয়ম বলতে গেলে আপনার যখনই প্রয়োজন আপনি ফোন চার্জ দিতে পারবেন ধরাবাঁধা কোন নিয়ম নেই। তবে ফোনের চার্জ একদম শুন্যে না নামানোই ভালো, এতে করে অনেক সময় শুন্যথেকে চার্জ হতে বেশি সময় লাগতে পারে। 

শেষ কথা 

প্রিয় পাঠক কেমন লাগলো এই তথ্যগুলো আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এমন আরো অনেক গুরুত্বপূর্ণ এবং interesting তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এবং ফলো করে রাখতে পারেন আমাদের Google News ফিড।

Post a Comment

Previous Next

نموذج الاتصال

This Template Designed By E10Script