Realme 11 Pro DSLR ভুলে যান! 200MP ক্যামেরা নিয়ে হাজির রিয়েলমি, চার্জ হবে বুলেট গতিতে

Realme 11 Pro এবং Realme 11 Pro+ দুই স্মার্টফোন লঞ্চ হয়ে গেল ভারতে। যারা ফটোগ্রাফি করতে ভালবাসেন তাদের জন্য এই ফোনে থাকছে 200 মেগাপিক্সেল সেন্সর। ফটো ফ্রিকদের পাশাপাশি গেমারদের জন্যও রয়েছে দারুণ চিপসেট এবং ফোন সবসময় অ্যাক্টিভ রাখার জন্য শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট।

Realme 11 Pro



এই ফোনের ক্যামেরায় বিশেষ মুন মোড ফিচারও পাবেন ইউজাররা, ফিচার্সের পাশাপাশি চোখ জুড়ানো ডিজাইন রয়েছে ফোনের। রিয়েলমি সিরিজের স্মার্টফোন কিনলে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টওয়াচ পাওয়ার সুযোগও থাকছে। একনজরে এই ফোনের দাম ও ফিচার্স জেনে নেওয়া যাক।

Realme 11 Pro ও Realme 11 Pro+ এর দাম

5G স্মার্টফোনের 8GB ও 128GB ভেরিয়েন্টের দাম 23,999 টাকা, 8GB ও 256GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা এবং 12GB ও 256GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা। ভারতে এই ফোন দুটির বিক্রি শুরু হবে 15 জুন থেকে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন এই স্মার্টফোন।

যে সব গ্রাহক এই স্মার্টফোন প্রি-অর্ডার করবেন তারা 4,449 টাকা দামি স্মার্টওয়াচ Watch 2 Pro সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন।

Realme 11 Pro ও Realme 11 Pro+ এর স্পেকস

ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ AMOLED প্যানেল যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং 1080x2412 পিক্সেল রেজোলিউশন। ডিসপ্লে রয়েছে পাঞ্চ-হোল কাটআউট।

প্রসেসরের ক্ষেত্রে মিলবে MediaTek Dimensity 705। অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 13। স্মার্টফোনের আসল চমক লুকিয়ে এটির ক্যামেরায় যেমনটা প্রতিবেদনের শুরুতেই বলেছিলাম।

Realme 11 Pro+ এ মিলবে 200 মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

অন্যদিকে Realme 11 Pro-তে মিলবে 108 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

ব্যাটারির কথা যদি বলি তাহলে এই ফোনে থাকছে 5,000mAh এবং 100 ওয়ার ফাস্ট চার্জিং। প্রো মডেলে মিলবে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে অনেকেই লো ব্যাটারির মুখ পড়েন। তবে এই স্মার্টফোনে উচ্চ ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং থাকায় সেই চিন্তা দূর হবে।

স্টোরেজের ক্ষেত্রে সর্বোচ্চ 256GB ইন্টার্নাল স্টোরেজ এবং 12GB র‌্যাম। মাইক্রো SD কার্ডের মাধ্যমে এই ইন্টার্নাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

Post a Comment

Previous Next

نموذج الاتصال

This Template Designed By E10Script