রিয়েলমি অবশেষে চীনে তাদের বহু প্রত্যাশিত Realme 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজে Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ নামে তিনটি মডেল উন্মোচন করা হয়েছে। ফোনগুলি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity প্রসেসর, উন্নত ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস অফার করে। Relame 11 সিরিজের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme 11 সিরিজ 200MP ক্যামেরা ও 100W চার্জিং সহ সস্তায় লঞ্চ হলো
DigantaTech