১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Realme 10 Pro+ 5G সবচেয়ে কম দামে

Realme 10 Pro+ 5G

ই-কমার্স সাইট Flipkart-এ চলছে Big Saving Days সেল। এই সেলে বিভিন্ন প্রোডাক্টের সাথে স্মার্টফোনের উপরেও ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। আপনি এই সেল থেকে Realme 10 Pro+ 5G ফোনটি সস্তায় কিনতে পারবেন। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আসুন সব অফারের ফায়দা নিতে পারলে Realme 10 Pro+ 5G কত দামে কেনা যাবে জেনে নেওয়া যাবে।

রিয়েলমির এই ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৭,৯৯৯ টাকা। তবে সেলে আপনি ৭% ছাড়ের এটি ২৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও, বিভিন্ন ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ১০% তাৎক্ষণিক ডিসকাউন্ট। ইএমআই লেনদেনের ক্ষেত্রেও একই অফার উপলব্ধ।

আবার এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি এর সাথে আলাদা ডিসকাউন্ট পেতে পারেন। ফ্লিপকার্টে পুরানো স্মার্টফোনের পরিবর্তে ২২,৮৫০ টাকা পর্যন্ত দিচ্ছে।

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে দেওয়া হচ্ছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এছাড়া থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। এছাড়াও পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফলে স্পেসিফিকেশন নিয়ে আপনার অভিযোগ থাকার কথা নয়।

Post a Comment

Previous Next

نموذج الاتصال

This Template Designed By E10Script