ডিসেম্বরেই ডিলিট হয়ে যাবে যে গুগল অ্যাকাউন্টগুলি

সাবধান! চলতি বছর ডিসেম্বর মাসেই ডিলিট হয়ে যেতে পারে আপনার গুগল অ্যাকাউন্ট। তাই ইউজারদের আগেভাগেই সতর্ক করল গুগল। কিন্তু ঠিক কী কারণে অ্যাকাউন্ট মুছে যেতে পারে আপনার?

ডিসেম্বরেই ডিলিট হয়ে যাবে এ গুগল অ্যাকাউন্টগুলি! তালিকায় আপনি নেই তো?

টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে, দু’বছর কিংবা তার বেশি সময় যদি আপনি নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে তা ডিসেম্বরের মধ্যে নিজে থেকেই ডিলিট করে দেওয়া হবে। আর এর অর্থ হল আপনার জি-মেলের পাশাপাশি ডকুমেন্ট, গুগল ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোসে যা তথ্য থাকবে, সে সবই ডিলিট হয়ে যাবে। আসলে সম্প্রতি ইউজারদের গুগল অ্যাকাউন্টের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই অব্যবহৃত অ্যাকাউন্টগুলি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এর আগে ২০২০ সালেও গুগল জানিয়েছিল, দু’বছরেরও বেশি সময় ধরে যে অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়নি, সেগুলি নিজেদের ডেটা বেস থেকে সরিয়ে ফেলবে এই টেক জায়ান্ট। সংস্থার বিশেষজ্ঞদের দাবি, অব্যবহৃত অ্যাকাউন্টগুলিতে টু-স্টেপ ভেরিফিকেশন থাকার সম্ভাবনা কম। ফলে তা অনায়াসে হ্যাক হতে পারে। তাই ইউজারদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কথা ভেবেই অ্যাকাউন্ট ডিলিটের পথে হাঁটা হচ্ছে।

 কীভাবে অ্যাকাউন্ট বাঁচাবেন

এবার প্রশ্ন হল, কীভাবে নিজের অ্যাকাউন্টটিকে মুছে যাওয়ার হাত থেকে রক্ষা করবেন? গুগল জানাচ্ছে, যে অ্যাকাউন্ট গত দু’বছরে ব্যবহার করেননি, তা লগ ইন করে মেল পড়ুন কিংবা সেখান থেকে ই-মেল পাঠান। পাশাপাশি গুগল ড্রাইভ ব্যবহার করুন, ইউটিউব ভিডিও দেখুন। গুগল প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করুন, গুগল সার্চ করুন। অর্থাৎ বুঝিয়ে দিন আপনার অ্যাকাউন্টটি সচল।

Post a Comment

Previous Next

نموذج الاتصال

This Template Designed By E10Script