হিসেবের খাতা খুলে বসে থাকি মন ভুলে কখন যে মাসটা ফুরায়।
দিনে দিনে মাস গেলে বেতন পকেটে এলে....

Song details...
Chakuri চাকরী ( হিসেবের খাতা খুলে )
Lyrics - Salim Kamal; Album : Mati
Lyrics
হিসেবের খাতা খুলে বসে থাকি মন ভুলে কখন যে মাসটা ফুরায়।
দিনে দিনে মাস গেলে বেতন পকেটে এলে আমারও যে প্রাণটা জুড়ায়।
হিসেবের খাতা খুলে বসে থাকি মন ভুলে কখন যে মাসটা ফুরায়।
দিনে দিনে মাস গেলে বেতন পকেটে এলে আমারও যে প্রাণটা জুড়ায়।
একদিন মনে পড়ে মাস মাস পার করে কীভাবে দৈন্যহারা।
এভাবে বছর গেলে জীবন পিছনে ফেলে আমারও যে আয়ু কমে যায়।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
জীবনের সংসারে চাকরিটা বড় তাই এই কাজে ঐ কাজে ছোটা।
সংসার চাহিদায় নেই কোনও শেষ আর প্রয়োজন থাকে এটা ওটা।
জীবনের সংসারে চাকরিটা বড় তাই এই কাজে ঐ কাজে ছোটা।
সংসার চাহিদায় নেই কোনও শেষ আর প্রয়োজন থাকে এটা ওটা।
একদিন মনে পড়ে মাস মাস পার করে কীভাবে দৈন্যহারা।
এভাবে বছর গেলে জীবন পিছনে ফেলে আমারও যে আয়ু কমে যায়।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
একদিন মনে পড়ে মাস মাস পার করে কীভাবে দৈন্যহারা।
এভাবে বছর গেলে জীবন পিছনে ফেলে আমারও যে আয়ু কমে যায়।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
Read More >>অনলাইনে টাকা উপার্জনের সেরা উপায়
Chakuri Lyrics:
Hisaber khat akhule bose theki mon vule kokhon j mash-ta furay
Dine dine mash gele beton pokete elo amaro je pron juray
Hisaber khat akhule bose theki mon vule kokhon j mash-ta furay
Dine dine mash gele beton pokete elo amaro je pron juray
Ek din mone pore mas mas par kore kivabe doino-hara
Evabe bochor chole gele jibone fele amaro je ayyu kome jay
Hay jibon tui ki kebol jontrona?
Valo lage na kicchu valolage na.
Hay jibon tui ki kebol jontrona?
Valo lage na kicchu valolage na