মজার তথ্য গুলো আপনি জানেন তো...?

যে সকল মজার তথ্য আপনি নয় শুধু বাকি অনেকেই জানেনা। আপনি জানেন কি ৯৭% গুগল ব্যাবহারকারী গুগলের সার্চ বক্সে যে কোন অক্ষর টাইপ করে এটি দেখার জন্য যে,সেই বানানটি সঠিক কিনা। নিঃসন্দেহে আপনিও সেই ৯৭% এর একজন।

আপনি জানেন তো



★সৌদি আরবের আইন অনুসারে, আপনার স্ত্রী যদি আপনার কাছে কফি খেতে চায় আর আপনি যদি এতে অস্বীকৃতি জানান তাহলে আপনার স্ত্রীর পুরো অধিকার আছে আপনাকে ডিভোর্স দেবার।

★চীনে কারো আসল জন্মদিন যেদিনই হোক না কেন নতুন বছরের প্রথম দিনে তাদের সবারই একবছর বাড়লো বলে ধরে নেওয়া হয়।

★পেঙ্গুইন পাখিদের একটি খারাপ অভ্যাস সম্পর্কে আপনাদের জানাই-এরা জলে নামার আগে হঠাৎ করেই তাদের পাশে থাকা কোনো এক সাথীকে ঠেলে জলে ফেলে দেয়।যদি তারা দেখে সেই সাথীটির কোনো ক্ষতি হয়নি তাহলে তারা ধরে নেয় জায়গাটি নিরাপদ।এরপরই বাকি পেঙ্গুইনরা জলে নামে।

★অনলাইন প্রেমে পড়া প্রায় ২৩% প্রেমিক প্রেমিকা পরবর্তীতে বিয়ে করে নেয়। আর যত ধরনের সমস্যা, এদের জীবনেই বেশি হয়ে থাকে কারণ এরা একে অপরের মন ঠিকমতো না বুঝেই বিয়ের বন্ধনে আবদ্ধ জড়িয়ে পরে।

★আমাদের অনেকেরই মাছের গন্ধ একদম সহ্য হয় না। কিন্তু বেশিরভাগ লিপস্টিকের উপাদানেই কিন্তু মাছের আঁশ মেশানো থাকে।

★প্রাচীন রোমান সম্রাজ্যে ছেলে ও মেয়ে উভয়ই লিপস্টিক পরিধান করতো এবং সেখানে জেন্ডারের তুলনায় সামাজিক মর্যাদাকে বোঝাতেই লিপস্টিক পরা হতো।

★রানী এলিজাবেথের মতে, লিপস্টিকের জীবন দান করার ক্ষমতা রয়েছে এজন্য তিনি মৃতসজ্জায় শায়িত ব্যাক্তির ঠোঁটে লিপস্টিক লাগানোর পক্ষপাতী ছিলেন।

★নরওয়েতে বড়দিনের সন্ধ্যায় লোকেরা ঝাড়ু লুকিয়ে রাখে। কারণ তাদের মতে, ডাইনিরা তাদের ঝাড়ু নিয়ে যেতে পারে এবং এটিকে তারা উড়ে বেড়ানোর কাজে ব্যবহার করতে পারে।

★থ্রি ইডিয়টস ছবির ভাইরাসের মত লিওনার্দো দ্য ভিঞ্চিও কিন্তু এক হাত দিয়ে ছবি আঁকতেন এবং আরেক হাত দিয়ে লিখতে পারতেন..

★আপনি যদি ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোকে পরপর যোগ করেন তাহলে যোগফল হবে ৫০৫০।এই তথ্যটি মনে রাখবেন কারণ বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়।

★পৃথিবীই একমাত্র গ্রহ, যার নাম কোনো দেবতার নামানুসারে করা হয়নি।

★পেঁচা একমাত্র পাখি যে নীল রঙ দেখতে পায়।

★ডলফিনকে মানুষের মতই বুদ্ধিমান বলে গণ্য করা হয়। দুটি ডলফিনকে যদি নিজেদের মাঝে ফোনালাপ করতে দেয়া হয়, তাহলে তারা যে শুধু তা করতে পারবে তাই নয়, বরং একে অপরের আওয়াজও চিনতে পারবে।

★ইউরোপে আত্নহত্যার জন্য জনপ্রিয়তম দিন সোমবার। সেজন্য একে ব্লু মানডে বলে। সেপ্টেম্বরের সোমবারগুলো বিপদজনক হতাশাগ্রস্থদের জন্য । সেপ্টেম্বর কে ইউরোপে আত্মহত্যা প্রতিরোধ মাস উদযাপন করা হয়।

★ইরাকের বইয়ের দোকানদারদের অনেকেই তাদের দোকানে ঠিকমত তালা দেয় না।তাদের বক্তব্য হলো- 'যে বই পড়ে সে কোনোদিন বই চুরি করবে না আর যে চোর সে কোনোদিন বই পড়বে না'

★মানুষের মস্তিষ্ক যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তাতে একটি ৬০ ওয়াটের বাল্ব জ্বালানো সম্ভব।

★মার্কিনিরা এত বেশি জুয়া খেলে থাকে যে, ১৯৮০ সালে লাসভেগাস হাসপাতালে কোন রুগীটি পরবর্তী তে মারা যাবে তা নিয়েও তারা বাজি ধরেছিলো।

শেষ কথা।

তথ্য গুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কোন ভুল থাকলে তা আমরা সমাধান করার চেষ্টা করবো। আমাদের দরিদ্র আইটি ওয়েবসাইটের সকল পোস্ট সবার আগে পেতে Google News ফলো করে রাখুন। এই আর্টিকেলের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহীত।


সুত্র : ইন্টারনেট।

Post a Comment

Previous Next

نموذج الاتصال

This Template Designed By E10Script