Instant Google AdSense Approval

Instant Google AdSense Approval

শুধুমাত্র চারটি সহজ স্টেপ ফলো করে গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন খুব সহজে, এপ্লাই করার মাত্র পনেরো (১৫) দিনের মধ্যে। আপনি যদি আপনার নতুন ডোমেইন কিংবা ওয়েবসাইটকে এডসেন্স এপ্রুভ করাতে চান তবে অবশ্যই এখানে উল্লেখিত চারটি স্টেপ যথাযথভাবে অনুসরণ করতে হবে।


Instant Google AdSense Approval

গুগল এ এডসেন্স পাওয়ার উপায়

গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া বলতে গেলে সোনার হরিণ পাওয়ার মতোই অনেকের কাছে। গুগল এডসেন্সের জন্য আমরা যারা ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস ইউজার তারা সবাই বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস google অনুসন্ধান করে থাকি, গুগল এডসেন্স অ্যাপ্রুয়াল পাওয়া খুবই সহজ যদি সঠিক নিয়ম জানেন। এই আর্টিকেলে সহজ নিয়ম গুলো তুলে ধরা হয়েছে এখানে উল্লেখিত সব গুলো ধাপ যথাযথভাবে অনুসরণ করুন আপনিও পেয়ে যাবেন গুগল এডসেন্স নামের সোনার হরিণ।

প্রথম স্টেপ

অবশ্যই আপনার ওয়েবসাইটে পনেরো (১৫) টি সম্পূর্ণ ইউনিক আর্টিকেল লিখতে হবে, এবং প্রত্যেকটি আর্টিকেল একহাজার (১০০০) শব্দের উপরে হতে হবে।

দ্বিতীয় স্টেপ

ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস যেই ওয়েবসাইটই হোক না কেন অবশ্যই এডসেন্স ফ্রেন্ডলি টেমপ্লেট বা থিম ব্যবহার করতে হবে। 

তৃতীয় স্টেপ

ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস যে প্লাটফর্মে ওয়েবসাইট তৈরি করছেন এডসেন্স অ্যাপ্রভাল পাওয়ার জন্য, সেই ওয়েবসাইটে অবশ্যই চারটি পেজ তৈরি করতে হবে। পেজ গুলো...
  • Contact
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms And Conditions

চতুর্থ স্ট্রেপ

ওয়েবসাইটকে অবশ্যই Google search console করলে এড করতে হবে, প্রত্যেকটা পোস্ট যখন Google search console এ যুক্ত হয়ে যাবে তখন আপনি গুগল এডসেন্স এপ্রুভালের জন্য এপ্লাই করতে পারবেন।

Post a Comment

Previous Next

نموذج الاتصال

This Template Designed By E10Script