আসসালামু আলাইকুম প্রিয় দরিদ্র আইটি কমিউনিটি, কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হলে কিভাবে উদ্ধার করবো এবং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচার উপায় সম্পর্কে। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক।
{tocify} $title={Table of Contents}
ফেসবুক একাউন্ট হ্যাকিং আতংকের আরেকটি নাম, শুধু সেলিব্রিটি কিংবা কোটিপতিরা যে ফেসবুক হ্যাকিং এর শিকার হয় তা কিন্তু নয়। সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউই হতে পারেন হ্যাকারদের টার্গেট। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে মানহানি সহ চাঁদাবাজি পর্যন্ত করে থাকে হ্যাকাররা, আপনার আইডি হ্যাক করে হ্যাকার আপনার পরিচিত বন্ধুবান্ধবদের কাছ থেকে হাতিয়ে নিতে পারে লক্ষ লক্ষ টাকা। এবং আপনার আইডি থেকে বিভিন্ন ধরনের খারাপ মেসেজ পাঠাতে পারে কোন কর্মকর্তা কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। যে কারণে হতে পারেন আপনি আইনের চোখে অপরাধী, এর কারণ হচ্ছে কেউ তো জানে না আপনার আইডি আপনি নিয়ন্ত্রণ করছেন কিংবা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ যেই করুক দোষ কিন্তু আপনার ঘাড়ে আসবে।
এমন ঘটনা হার হামেশাই ঘটে চলেছে ফেসবুক ইউজারদের আইডি হ্যাক হওয়ার মাধ্যমে, এবং মানুষ হয়রানি হওয়ার কারণে থানায় ও এর অভিযোগের কমতি নেই কিন্তু কোনভাবেই টানা যাচ্ছে না হ্যাকারদের হ্যাকিং এর লাগাম। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই ফেসবুক একাউন্ট হ্যাক হলে সেটি রিকভার করার অপশন রয়েছে। আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে এবং সে গুলোই আজকের আর্টিকেলের জানাতে চলেছি। সে বিষয়ে যাওয়ার আগে চলুন জেনে নেই কিভাবে ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন।
ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচতে কি করবো
- ১. শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করা। হতে পারে সেটা পছন্দের কোনো ডায়লগ বা কবিতার অংশ। আবার এমনভাবে জেনারেট করা যাতে কেউ এই ডায়লগ বা বাক্য কেউ জানলেও যেন ভাংতে না পারে। নিজের নামে কখনোই পাসওয়ার্ড রাখবেন না।
- লগিন এলার্ট চালু করে রাখা। এতে করে অপরিচিত কোনো ডিভাইস থেকে লগিন হলেই মেইল আর নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন।
- 2 step verification (টু স্টেপ ভেরিফিকেশন) চালু রাখা। এতে হ্যাকার যদি পাসওয়ার্ড পেয়েও যায়। লগিন করার জন্য ওটিপি (OTP - One time password) দরকার পরবে।
- ট্রাস্টেড কন্টাক্ট চালু করা।
- ফিশিং লিংক যাচাই করা। ফেসবুকের অফিশিয়াল সাইট বাদে অন্যকোনো সাইট কিংবা এপ থেকে লগিন না দেওয়া।
- প্রাইভেসি সেকশন যেমন আপনি কোথায় থাকেন, ফ্রেন্ডলিস্ট, ইমেইল, বার্থডে এইসব only me করে রাখা।
- আপনি যেই ডিভাইস ব্যবহার করছেন তাতে keylogger (কি-লগার) তা খুঁযে বের করা। আর জানতে পারলে তা সাথে সাথে রিমুভ করা।
- আপনার ইমেইল হ্যাকড কিনা কিংবা আপনার নেটওয়ার্ক অন্য কেউ মনিটর করে কিনা সেটি নিশ্চিত করা।
- অপরিচিত কোনো ডিভাইসে লগিন না করা। একান্তই করা হলে কুকিজ লগিন ইনফরমেশন আর হিস্টোরি সব ডিলেট করা।
- অপরিচিত কারো কাছে কিংবা কোনো গ্রুপের কাছে নিজের ব্যক্তিগত কোনো তথ্য বা কিছু না শেয়ার করা।
- থার্ড পার্টি হাবিজাবি কোনো এপ ব্যবহার না করা।
আশাকরি এই নিয়ম গুলো মেনে চললে কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবেন।
কিভাবে হ্যাক হওয়া আইডি ফিরে পাবেন
✓ প্রথমে Privacy & Settings >> Settings >>Security and login>>Where You’re Logged In। এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন ঐখানে উল্লেখিত ডিভাইস এবং একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।
✓ এবার আপনার ব্রাউজারের এড্রেস বার থেকে www.facebook.com/hacked এই লিংক এ প্রবেশ করতে হবে। সেখান থেকে মাই অ্যাকাউন্ট। তারপর ‘my account is compromised’ এ ক্লিক করতে হবে।
✓ তারপর ফোন নাম্বার, ইমেইল কিংবা ইউজার নাম দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সনাক্ত করতে হবে সতর্কতার সঙ্গে। ইমেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চ করলে ‘security check’ অপশনে ক্যাপচা এন্ট্রি করতে হবে।
✓ এরপর একাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে। এবার নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে। কয়েককধাপে সেগুলোর সঠিক উত্তর দিলে আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট আশাকরি ফিরে পাবেন। তবে অবশ্যই সকল তথ্য সঠিকভাবে দিতে হবে, পথে যদি কোন রকমের থাকে সে ক্ষেত্রে পাওয়া সম্ভাবনা কম থাকে।